
মাগুরা মহম্মদপুরে বেশি দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় দুই ব্যবসায়ীর ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও কৃষকদের সাথে প্রতারণার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার ডিলারদের রেজিস্টার পর্যালোচনা ও বিভিন্ন কৃষকের সাথে কথা বলে অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটি তাদের অপরাধ স্বীকার করে।
অভিযানে প্রতিষ্ঠানটির র্যাক থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। বেশি দামে সার বিক্রি ও কৃষকদের সাথে প্রতারণামূলক আচরণের দায়ে ডিলার প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫১ ধারায় ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।