
আদালত অবমাননা করে দু’পক্ষের সংঘর্ষ
১৪৪অমান্য করে জমি দখলের চেষ্টা মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫ জন
মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ওমেদপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে আদালতে জারি করা ১৪৪ ধারা অমান্য করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জন গুরুতর আহত হয়ে ফরিদপুর, ঢাকা ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমেদপুর এলাকার তরুণ মেম্বর ও কাজী শিপন সমর্থক রিপন মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে গত রোববার কাজী শিপন আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে উভয়পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেন এবং আদেশটি মহম্মদপুর থানায় পাঠান।
তবে সোমবার সকালে ১৪৪ ধারা লঙ্ঘন করে কাজী শিপন তার সমর্থকদের নিয়ে রিপন মীরের জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কাজী শিপনের সমর্থক ও তরুণ মেম্বরের সমর্থকদের মধ্যে ঢাল, রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। প্রায় এক ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন।
গুরুতর আহতরা হলেন মোঃ তারা মিয়া (৫৫), মোঃ রফিকুল ফকির (৩০), মোঃ শরীফ মোল্লা (১৬), মোঃ সাবু মিয়া (৫০), মোঃ কালাম মল্লিক (৪৫), মোঃ শাহিন (৩২) ও মোঃ রাজু আহমেদ।
তরুণ মেম্বরের দাবি, রিপন মীরের বসতভিটা ও জমিতে তিনি বহুদিন ধরে বসবাস করছেন। কাজী শিপন কৌশলে ওই জমিটি নিজের নামে রেকর্ড করে নিয়ে দখলের চেষ্টা করেন। আদালতের আদেশ জারি থাকা সত্ত্বেও তিনি আইন ভঙ্গ করেছেন।
অন্যদিকে কাজী শিপন বলেন, “বিরোধপূর্ণ জমি নিয়ে আদালত ১৪৪ ধারা জারি করেন। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে।”
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের বলেন, ভোরের আকাশ কে জানান ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।