
মাগুরা মহম্মদপুরে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও উপবৃত্তি ও মেধাবৃত্তি পেয়ে অনুপ্রাণিত শিক্ষার্থীরা
মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুর উপজেলার বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসায় নবগঠিত পরিচালনা কমিটির পরিচিত সভা ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি এবং মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ শাহনুর জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মোঃ ওয়াহিদুজ্জামান। তিনি নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুৎ কুমার দাস। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে উপবৃত্তি ও মেধাবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করে তোলে এবং ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে। শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম আজম সাবু, বরকতিয়া এস.এ. দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা নজরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, প্রধান শিক্ষক মোঃ নাসিরুল ইসলাম বুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম তারা, আদর্শ কারিগরি ও টেকনিক্যাল বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহামুদুন নবী ডাবলু, প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী এবং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার মোঃ ওয়াহিদুজ্জামান।
আলোচনা অনুষ্ঠান শেষে মাদ্রাসার মেধাবী ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও মেধাবৃত্তির চেক/সনদ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।