
মহম্মদপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজের অঙ্গীকার
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামানের সঙ্গে প্রেসক্লাব মহম্মদপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খবরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আজিজুর রহমান টুটুল, সহ-সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. মাসুদ রানা, সদস্য ও নিউনেশান প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াহাব, যুগ্ম-সম্পাদক মো. রাসেল পারভেজ, কোষাধ্যক্ষ মো. আশিকুর রহমান লিটন, মহম্মদপুর বার্তার সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ মিল্টন, প্রচার সম্পাদক তুষার আহম্মেদ, সদস্য ও দৈনিক ভোরের আকাশ এর মাগুরা জেলা প্রতিনিধি ফয়সাল হায়দার, দৈনিক সংবাদ প্রতিনিধি সুব্রত সরকার, মহম্মদপুর বার্তার বার্তা সম্পাদক মো. মুরাদ হোসেন, দৈনিক দিনকাল প্রতিনিধি মো. খায়রুল আলম, নির্বাহী সদস্য অলোক রায়, নির্বাহী সদস্য বিশ্বজিৎ সিংহ রায়, খোলাকাগজ প্রতিনিধি এসএম ফারহান নিপু মোঃ মাসুদ রানা সদস্য আলীরেজা নান্নু সদস্য সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি মো. আশরাফুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের, আর সত্য সংবাদ তুলে ধরা আপনাদের। আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে চাই। তিনি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিক–পুলিশ প্রশাসনের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।