
মাগুরা মহম্মদপুরে বেগম রোকেয়া দিবসে অদম্য পাঁচ নারীকে সংবর্ধনা
মাগুরা জেলা প্রতিনিধি
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ৫ জন অদম্য নারীকে ‘জয়িতা’ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) মো: মতিউর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি মো: আজিজুর রহমান টুটুল, টি এন্ড টি’র সাবেক কর্মকর্তা ও সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহম্মদ নুর আহম্মদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেশমা খাতুন, একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, তথ্য সেবা কর্মকর্তা এ্যামিলিয়া জামান সেতু, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমাজের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ জন জয়িতাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। পাঁচ ক্যাটাগরিতে জয়ী এই নারীরা হলেন:
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: বিলতা রানী বিশ্বাস (রুইজানি গ্রাম, মহম্মদপুর ইউনিয়ন)।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোছাঃ লিপি খাতুন (রায়পুর গ্রাম, বাবুখালী ইউনিয়ন)।
সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় নারী: সুলতানা রউফুন্নাহার (গোপালনগর গ্রাম, মহম্মদপুর ইউনিয়ন)।
নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী: মোছাঃ রিক্তা পারভীন (বেথুলিয়া গ্রাম, বিনোদপুর ইউনিয়ন)।
সফল জননী নারী: মোছাঃ আঞ্জুমান আরা বেগম (চৌবাড়ীয়া গ্রাম, বিনোদপুর ইউনিয়ন)।
পাঁচ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়ায় তাঁদের চোখেমুখে আনন্দের ঝিলিক লক্ষ্য করা যায় এবং উপস্থিত সকলে তাঁদের এই অর্জনের জন্য অভিনন্দন জানান।