বিএনপি প্রার্থী মনোয়ার হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চাওয়া
মাগুরা প্রতিনিধি
মাগুরা শ্রীপুর উপজেলায় নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে “সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা—বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর বেলা ১১টায় শ্রীপুর এমসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন হয়।
এ সময় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান–এর সমর্থনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এ্যাড. নেওয়াজ হালিমা আরলী।
এছাড়া বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী।
তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তৃত আলোচনা করেন এবং বলেন—
“নারীকে ক্ষমতার বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন কখনোই সম্ভব নয়।”